মেসির কাছে হেরে গিয়ে অবশেষে মুখ খুললেন ফন ডিক !!
২০১৯এর চলতি মাসের শুরুতে রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা ব্যালন ডি’ অর পদকটি নিজের করে নিয়েছেন বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি। তাও আবার মাত্র ৭ ভোটের ব্যবধানে। মেসি পেছনে ফেলেছেন লিভারপুলের ভার্গিল ফন ডিককে।
যদিও পিএফএ বর্ষসেরা খেলোয়াড় ও প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় হয়েছিলেন ফন ডিক। তারপরও ব্যালন ডি’ অর হাতছাড়া হয়ে যায় এই খেলোয়াড়ের ।
ব্যালন ডি’ অরের ফল শুনে হতাশ হয়েছিলেন বলেও জানান ইংলিশ গণমাধ্যম দ্য মিররকে। তিনি বলেন, ‘আমি কিছুটা হতাশ হয়েছিলাম। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হবার সিদ্ধান্ত নিয়েছিলাম। শেষ পর্যন্ত রাতটা বেশ উপভোগ করি।’
তিনি আরও জানান, ‘আমি মেসির সঙ্গে কুশল বিনিময় করেছিলাম। তবে আমাদের তেমন কথা হয়নি, কারণ তিনি ইংরেজি খুব কম বলেন। আমার জন্য অনেক বড় পাওয়া হচ্ছে, আমার প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। যেমনটা তার জন্য রয়েছে আমার।’