মেহেদির রং মুছতে না মুছতেই লা’শ হলেন শাবনাজ !!
ঢাকার ধামরাইয়ে বিয়ের মাত্র ৬ দিনের মাথায় লা’শ হল শাবনাজ আক্তার (১৮) নামে এক নববধূ।রোববার দিনগত রাতে ওই নববধূর এ রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে।নিহত ওই নববধূর পরিবারের দাবি তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
সোমবার সকালে এ ঘটনায় ধামরাই থানা পুলিশ খুন হওয়া ওই নববধূর লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত শাবনাজ আক্তার ভোলার চরফ্যাশন এলাকার মো. শাহ আলম মিয়ার কন্যা। মাত্র ৬ দিন আগে উপজেলা বাথুলী গ্রামের মো. আবু হাসানের সঙ্গে শাবনাজের বিয়ে হয়। হাতে মেহেদির রং মুছতে না মুছতেই রোববার দিনগত রাতে লা’শ হয়ে গেল শাবনাজ।
নিহত গৃহবধূ শাবনাজের পিতা মো. শাহআলম জানান, আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে তারই স্বামী। আমি এর উপযুক্ত বিচার ও শাস্তি চাই। আমি কোনোভাবেই আমার মেয়ের হত্যাকারী হাসানকে ক্ষমা করব না।ধামরাই থানার এসআই সুলতান মাহমুদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ওই নববধূর লা’শ উদ্ধার করি। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।