মোদির আগমনকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্র !!
আজ ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে পল্টনে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সূত্রপাত হয় এই সং’ঘর্ষের।
আজ জুম্মার নামাজের আগেই ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিক্ষোভের চেষ্টা করে মুসুল্লিদের একাংশ। তবে তাদের এই বিক্ষোভে বাধা দেয় সরকারি দলের সমর্থকেরা। নামাজের পর এই সং’ঘর্ষ বড় আকার ধারণ করে।
এ সময় মুসুল্লিদের একাংশ ঢিল ছুড়লে তাদের নিবৃত্ত করতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। তাদের সাথে যোগ দেয় সরকারি দলের সমর্থকেরা। এই ঘটনায় আহতও হয়েছে বেশ কয়েকজন।