মোদী ও অমিত শাহ কোথায় , তাদের পদত্যাগ করা উচিত – সোনিয়া !!
দিল্লির সং’ঘর্ষে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনের। পরিস্থিতি আরও ভ’য়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে দিল্লি রাজ্য প্রশাসন, মোদী ও অমিত সাহ কে তীব্র নি’ন্দা করলেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী।
দিল্লীতে চলমান স’হিংসতার পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে প’দত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বি’রোধীদল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। আজ বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সোনিয়া গান্ধী জানান, এই সহিং’সতার পেছনে অন্য কোন ষ’ড়যন্ত্র রয়েছে। বিজেপি নেতারা হিং’সা ও আ’তঙ্ক ছড়ান। সহিংসতার ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দায়ী। কংগ্রেস অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে।
সংবাদ সম্মেলনে কংগ্রেস প্রধান প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? পরিস্থিতির অ’বনতি হচ্ছে দেখেও কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি মো’কাবেলায় যথাযথ ব্যবস্থা নেয়নি।