মোবাইল চুরির অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক!
জামালপুরের বকশীগঞ্জে একটি মোবাইল ফোন চুরির অভিযোগে নীলক্ষিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমেদ ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। সালেহ আহমেদ ময়না নিলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি নীলক্ষিয়ার উত্তরপাড়া গ্রামের আব্দুস সালাম মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, ২ আগস্ট (বৃহস্পতিবার) রাতে উপজেলার নিলক্ষিয়া বাজারে ফজলুল হকের দোকান থেকে ২১ টি মোবাইল ফোন চুরি হয়। ফজলুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরদিন পুলিশ অভিযান চালিয়ে মনু মিয়া ও রবিনকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে চুরি করা ১টি মোবাইল ফোন এবং কিছু চার্জার উদ্ধার করেছে।
আটককৃত মনু মিয়া ও রবিনকে আদালতে সোপর্দ করা হলে, তারা তাদের 164 ধারায় জবানবন্দিতে বলেছে যে, নীলক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি সালেহ আহমেদ ময়না চুরির সাথে জড়িত ছিলেন। পরে আদালতের নির্দেশে শুক্রবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, সালেহ আহমেদ ময়নাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।