মোবাইল ফোনে করলেই পৌঁছে যাচ্ছে ত্রাণ সামগ্রী !!
করোনার প্রভাবে কর্মহীন মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে মোবাইলে ‘হটলাইন মানবিক সহায়তা সেল’ চালু করেছে খুলনা জেলা প্রশাসন। জনসম্মুখে দাঁড়িয়ে যারা ত্রাণ নিতে সংকোচবোধ করেন এমন কর্মহীনদের ডাটাবেজ তৈরি করে রাতের অন্ধকারে খাদ্য পৌঁছে দিচ্ছে ভলান্টিয়াররা। জেলা প্রশাসনের ব্যতিক্রমী এ উদ্যোগ সাড়া ফেলেছে ভুক্তভোগীদের মধ্যে।
জানা যায়, করোনার প্রভাবে খুলনায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের অসংখ্য মানুষ। ‘দিন আনে দিন খায়’ এমন মানুষদের জন্য এরই মধ্যে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। তবে নিম্ন মধ্যবিত্ত যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের পরিবারগুলো পড়েছিল চরম সংকটে। ঘরে খাবার নেই, মানুষের সামনে হাত পাততে পারেন না- দুর্ভোগ জটিল হচ্ছিল ক্রমশই।
এ অবস্থায় মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে বেসরকারি মানবিক সহায়তা সেল চালু করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, মোবাইল ফোন, এসএমএস, ই-মেইলে প্রাপ্ত তথ্যের ডাটাবেজ তৈরির পর রাতের অন্ধকারে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হচ্ছে। এতে করোনার কারণে প্রকৃত ভুক্তভোগীরাই খাদ্য সহায়তা পাচ্ছেন।