মোস্তাফিজের সমস্যা ধরিয়ে দিলেন রামানায়েকে !!
সাম্প্রতিক সময়ে অফফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই একাদশে থাকলেও কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজ। ছিলেন খরুচে বোলার।
যার ফলে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের একাদশে জায়গা পাননি তিনি। এবার দেশে ফিরে পুরনো ফর্ম ফিরে পেতে এইচপি’র শ্রীলঙ্কান পেস বোলিং কোচ চম্পকা রামানায়েকের শরণাপন্ন হয়েছেন মোস্তাফিজ। নেটে মোস্তাফিজকে কিছুটা সময় দেখেন রামানায়েকে।
এরপর মোস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘মোস্তাফিজ এসেছে এবং আমার সঙ্গে কাজ করতে চেয়েছে। তাকে সাহায্য করেছি। সে বল করতে চেয়েছে এবং আমি বলেছি আসো, আমাদেরকেই (এইচপি দল) বোলিং করো।’
তিনি আরো বলেন, ‘সে ছন্দে ফিরতে কাজ করছে। আমার মনে হয় সমস্যাটা হচ্ছে সে সঠিক লেংথে বল করতে পারছে না। এটা বুঝছে এবং এটা নিয়েই কাজ করছে। যেকেউই খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। যে তাড়াতাড়ি নিজের সমস্যা বুঝতে পারবে, সেই দ্রুত ঘুরে দাঁড়াবে।’