ম্যাচ জিতে এবার যা বললেন জামাল ভূঁইয়া !!
এস এ কাপ ফুটবলের নিজেদের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মাহবুবুর রহমান সুফিল। তিন ম্যাচে ১টি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। কষ্টের এই জয়ে অবশ্য সোনার পদক জেতার আশাও টিকে থাকল। স্বাগতিক নেপালের বিপক্ষে আগামী রবিবার বাংলাদেশের চতুর্থ ও শেষ ম্যাচ।
আজ বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সুফিলের গোলে একাদশ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে জামাল ভূইয়ার ক্রস নিয়ন্ত্রণে নেওয়া সাদউদ্দিনকে আটকাতে গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। দ্রুত ব্যাক পাসে সাদ বলে বাড়িয়ে দেন সুফিলকে। ফাঁকা পোস্টে সহজেই বল পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফিরে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন জামাল। সেইখানে জামাল লিখেন ,’ জামাল এবং জামালের দলের জন্য বড় একটি দিন। আমরা এই ম্যাচ জিতে দারুণভাবে আশাবাদী।।’