যশোরে ঘটনাঃ হাতে চিরকুট ও তসবিহ নিয়ে ট্রেনের নিচে মাথা দিলেন ব্যবসায়ী !!
যশোরে রেল লাইনে মাথা রেখে প্রাণ দিলেন এক ব্যবসায়ী। চলন্ত ট্রেনের নিচে কা’টা পড়ে মা’রা যাওয়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ (৫০) যশোর শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যায় যশোরের খয়েরতলা এলাকার রেলক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের নিচে কা’টা পড়েন তিনি।
যশোর রেলস্টেশন জিআরপি পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লা’শ উ’দ্ধা’র করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি আ’ত্ম’হ’ত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হ’ত্যা নাকি আ’ত্ম’হ’ত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।
নি’হ’তের আত্মীয় ইমরান হোসেন পিংকু জানান, নি’হ’তে’র হাতে ভাই, ভাইপো ও ছেলে তিনজনের মোবাইল নম্বরসহ একটি চিরকুট লেখা ছিল। মোবাইল নম্বর দিয়ে মৃ’ত্যু’র পর বাড়িতে খবর দেয়ার জন্য চিরকুটে উল্লেখ করেছিলেন। তিনি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলেন। এখন পাওনাদার টাকা চাওয়ায় তিনি অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আ’ত্ম’হ’ত্যা করেছেন।