যু’ক্তরাষ্ট্রকে ফের হু’মকি দিল ই’রান !!
বা’গদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সো’লাইমানিকে হ’ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপে আলোচনায় বসবে না। আমরা কখনো আমেরিকার চাপ মেনে নেব না এবং আমরা দুর্বলতার অবস্থান থেকে আলোচনা করব না।
ইরানি প্রেসিডেন্ট বলেন, স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের সাহায্য ছাড়া শান্তি এবং স্থিশীলতা অসম্ভব।