যু’ক্তরাষ্ট্রকে ফের হু’মকি দিল ই’রান !!
বা’গদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বি’মান বাহিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ই’রানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সো’লাইমানিকে হ’ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
এমতাবস্তায়, ই’রানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ‘২১ ফেব্রুয়ারি ভোটারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ই’রানের জনগণ আবারও প্রমাণ করেছে যে, তাদের দেশের বিরুদ্ধে আ’মেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রয়াত কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল শ’হীদ কাসেম সোলাইমানির শোক র্যালিতে লাখ লাখ ই’রানি অংশ নিয়েছিল। এটি প্রমাণ করে যে, মা’র্কিন নীতির প্রতি ই’রানিদের কোনো সমর্থন নেই। ই’রানির স্বার্থবিরোধী যু’ক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত তারা।’