যুক্তরাষ্ট্রের যে শর্তের কারণে সেপ্টেম্বরের আগে সরকার গঠন করতে পারবে না তালেবান!
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে সেপ্টেম্বরের আগে তালেবান সরকার গঠন করবে না। এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে স্কাই নিউজ একথা জানিয়েছে। ওই কর্মকর্তা দাবি করেন, মার্কিন সেনা প্রত্যাহারের আগে তালেবানদের সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে তারা এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।
আফগান কর্মকর্তার দাবি, তালেবান নেতা আনাস হাক্কানি যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতা করায় সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।
তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন তালেবানদের ৩১ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল। যাতে তারা সেই সময়ের মধ্যে সকল নাগরিককে সরিয়ে দিতে পারে। চুক্তিতে বলা হয়েছে, ৩১ আগস্ট আমেরিকানদের প্রত্যাহার শেষ না হওয়া পর্যন্ত তালেবানরা কোনো পদক্ষেপ নিতে পারবে না।
এদিকে, কাবুল পতনের পর, তালেবান যোদ্ধারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টা করা আমেরিকানদের ধরে নিয়ে গিয়ে মারধর করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার পেন্টাগনের ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
প্রতিরক্ষা সচিব অস্টিন বলেছেন, তালেবানরা মার্কিন নাগরিকদের মারধরকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে। তবে মার্কিন সেনারা কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায় সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।