যুক্তরাষ্ট্রে বিমান বি’ধ্বস্ত – পাইলটসহ পাঁচ জন নিহত !!
আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। আলাস্কার টুনটুটুলিয়াকের দক্ষিণ-পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। আলাস্কা রাজ্য পুলিশ এই তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে রাজ্য পুলিশ জানিয়েছে, যুতে কমিউটার সার্ভিসের একটি ছোট বিমান বেথেল থেকে কপনুকের দিকে যাচ্ছিল। বিমানটিতে একজন পাইলট ও চার জন যাত্রী ছিলেন। হঠাৎ করেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এতে সবাই নিহত হয়েছেন। তবে কোনো যাত্রীরই নাম পরিচয় জানা যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে। সূত্র: সিএনএন।