যু’দ্ধ নয়, ইরানের বিরুদ্ধে শান্তি চাই: ট্রাম্প !!
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বা’হিনী একপাক্ষিক হা’মলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বা’হিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমা’নিকে হ’ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অ’স্থিরতা দেখা দিয়েছে।
ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ই’রাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ১৫টি মি’সাইল ছুঁ’ড়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের ‘৮০ স’ন্ত্রাসী’ হ’ত্যা করা হয়েছে বলে দাবি করছে ই’রান।
এ হা’মলার পর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যু’দ্ধ নয় শান্তি চান তিনি।এ সময় তিনি আরও বলেন, গত সপ্তাহে আমরা বিশ্বের শীর্ষ এক স’ন্ত্রাসীকে সরিয়ে দিয়েছি।
আমরা চাই ইরান সংঘাতের পথ পরিহার করে তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে নজর দেবে। যদি তারা শান্তির পথ বেছে না নেয় তাহলে দেশটির ওপর আরও ক’ঠোর নিষেধা’জ্ঞা আরোপ করা হবে।