যুব ওয়ানডেতে বর্ষসেরা পাঁচজন বোলারের তিনজনই বাংলাদেশি !!
চলতি বছর যুব ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ যুব দল। বাংলাদেশের ভালো পারফর্মের পিছনে রয়েছে বোলারদের দারুণ পারফরম্যান্স। দারুণ পারফর্ম করে বছরের সেরা বোলারদের তালিকায় জায়গা করে দিয়েছেন তিন বাংলাদেশি বোলার।
সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি বোলার। ২৮ উইকেট নিয়ে এই বছর সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন পেসার তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ২৪ উইকেট শিকার করে দ্বিতীয়স্থানে আছেন। ২৩ উইকেট শিকার করে পাঁচে আছেন রাকিবুল হাসান।
২০১৯ সালে সর্বোচ্চ উইকেট নেওয়া পাঁচ বোলারের তালিকা-
১. তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)- ২৮ উইকেট, ২. মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ)- ২৪ উইকেট, ৩. বাল্ডারসন (ইংল্যান্ড)- ২৪ উইকেট, ৪. নাদিশান (শ্রীলঙ্কা)- ২৩ উইকেট, ৫. রাকিবুল হাসান(বাংলাদেশ) – ২৩ উইকেট।