যেভাবে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান, যা জানালেন শিক্ষামন্ত্রী

দেশে কমতে শুরু করেছে ম’হামা’রি ক’রোনার প্রভাব। যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের উচ্চ মহলে চলছে আলোচনা। শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এভাবে ক’রোনা’র পরিস্থিতি কমতে থাকলে খুব শীঘ্রই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, ‘আশা করি, যেভাবে সংক্রমণে’র হার ক্রমে নিচে নেমে আসছে, এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি অব্যাহত থাকলে খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তবে ধাপে ধাপে খুলব। কারণ, আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থী’র সংখ্যা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘সবাই শুরু থেকেই সপ্তাহে ছয় দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটে’র শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এ জন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।’

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *