যেভাবে সুপারহিট নায়িকার এই করুণ পরিণতি !!
দক্ষিণী ফিল্মে আশির দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নিসা নুর। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে কেড়ে নিয়েছিলেন হাজারো ভক্তদের মন। তবে শেষ জীবনে অর্থকষ্টে রাস্তায় কাটাতে হয়েছে তাকে। গায়ে পোকা, মাছি বসে থাকত। শেষে এইডস-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
দক্ষিণী দুই সুপারস্টার রজনীকান্ত ও চন্দ্রশেখরের সঙ্গেও টেলিভিশন স্ক্রিনে রোম্যান্স করতে দেখা গিয়েছে নিসা নুরকে। এ হেন জনপ্রিয়তাই তার ক্ষেত্রে কাল হয়ে গিয়েছিল। অপ্রত্যাশিত ভাবেই আচমকা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি।
অনেক বছর পর ২০০৭ সালে চেন্নাইয়ের একটি দরগার বাইরে রাস্তায় তাকে পড়ে থাকতে দেখা যায়। কঙ্কালসার চেহারা, মলিন পোশাক, গায়ে পোকা, মাছি ঘুরে বেড়াচ্ছিল। দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে তিনিই সেই নিসা নুর।
প্রসঙ্গত, আশির দশকে ‘কল্যানা আগাথিগাল’, ‘লায়ার দ্য গ্রেট’, ‘টিক! টিক! টিক!’-এর মতো প্রচুর হিট ফিল্মে অভিনয় করেছেন এই অভিনেত্রী।