যে কারণে এবার জন্মদিন পালন করবেন না সোনিয়া গান্ধী !!
ভারতের বিভিন্ন প্রান্তে যেভাবে নারী ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, সেসব ঘটনা যেভাবে সামনে আসছে, তাতে ভীষণ মন খারাপ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর।
এ কারণে এবার তিনি তার জন্মদিন পালন করবেন না। আগামী সোমবার ৭৩ বছরে পা দিচ্ছেন কংগ্রেস সভানেত্রী। কিন্তু গোটা ভারতজুড়ে যেভাবে ধর্ষণের খবর আসছে, তাতে তার মন ভালো নেই। খবর এনডিটিভির।
উন্নাও ধর্ষণের অভিযোগ আনা ২৩ বছরের একজন তরুণীকে মারধর করে আদালতে যাওয়ার পথে আগুন লাগিয়ে দেয়া হয়।
দিল্লির হাসপাতালে অবশেষে তার মৃত্যুও হয়। এর আগেই হায়দরাবাদে এক নারী পশু চিকিৎসককে গণধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়। সেসব ঘটনার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধী।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক নারীর ওপর অত্যাচার, অপরাধ এবং ধর্ষণের ঘটনার খবর প্রকাশ্যে আসছে। এ মুহূর্তে রাগে ফুঁসছে গোটা দেশ। প্রিয়াংকা গান্ধী বলেছেন, ১১ মাসে কেবল উন্নাওতেই ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে।