যে কারণে ক্ষমতা হারালেন মাহাথির !!
ক্ষমতা পাকাপোক্ত’ করতে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহাথির মোহাম্মদ আকস্মিক পদত্যাগ করেন। তবে দেশটির রাজা তাকে হতাশ করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিদ্দীন ইয়াসিনকে। দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া ইউনাইটেড ইনডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিন। আজ রবিবার সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে শপথ পড়িয়ে তার হাতে দায়িত্ব তুলে দেন দেশটির রাজা সুলতান আহমাদ শাহ।
রবিবার (১ মার্চ) সকালে ইয়াইয়াসান আল বুখারিতে এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে মাহাথির বলেছেন, ‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিশেষ করে মুহিউদ্দিনের পক্ষ থেকে এটা বেশি করা হয়েছে। মুহিউদ্দিন ইয়াসিন দীর্ঘদিন তার এই লক্ষ্য নিয়ে কাজ করছিলেন। এখন তিনি সেই বিশ্বাসঘাতকতায় সফল হয়েছেন।’