যে কারণে শাহরুখকে বিয়ে করেননি কাজল !!
একসাথে বহুদিন কোনো সিনেমায় কাজ করেন নি কাজল ও শাহরুখ খান। সম্প্রতি জানা গেছে, তারা দু’জন একটি সিনেমা সই করেছেন। এর ঠিক পরপরই কাজল নিজের ভক্তদের সাথে ইন্সটাগ্রামে একটি সরাসরি কথোপকথনের সেশনে অংশ নেন। সেখানে একজন তাকে প্রশ্ন করে, আপনি শাহরুখকে নিয়ে করেন নি কেন? উত্তরে কাজল বলেন, শাহরুখের কি উচিত ছিল না প্রপোজ করা?
অনেক দিন পর কাজল ও অজয় দেবগনকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় দেখা যাবে তাদের। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সাইফ আলী খান।