যে কারণে সবাই গেলেও কলকাতায় যাচ্ছেন না বুলবুল !!
ইডেন টেস্টকে সামনে রেখেই এক ব্যাতিক্রমী উদ্যেগ নিয়েছেন গাঙ্গুলি। আর সেটি হচ্ছে বাংলাদেশের হয়ে ১ম টেস্ট খেলা সকলকেই তিনি দাওয়াত দিয়েছেন এই ম্যাচ দেখার জন্য। তবে এই ম্যাচ দেখতে আসতে পারছেন না বুলবুল।
বুলবুল আইসিসিতেই চাকরি করেন। সেই সুবাদে থাকেন অস্ট্রেলিয়ায়। রোকন থাকেন নিউজিল্যান্ডে। দুজনের জন্যই ইডেনে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সাবেক সতীর্থদের জানিয়েছেন অপারগতা।
বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় জানিয়েছেন, বুলবুল ও রোকন ইডেনে থাকতে পারবেন না। আকরাম খানকে সাথে নিয়ে দুর্জয় বুধবারই (২০ নভেম্বর) যাচ্ছেন কলকাতায়। বাকিরা যাবেন বৃহস্পতিবার।