যে কারণে হেলেনা জাহাঙ্গীরের পাশেই রাখা হয়েছে পরীমণি কে!
তৃতীয় দফা রিমান্ডের পর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে শনিবার (২১ আগস্ট) কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ফেরত পাঠানো হয়। আদালত থেকে তাকে সন্ধ্যায় কারাগারে নিয়ে যাওয়া হয়। কনেকে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে জানা গেছে, বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা পাশের কক্ষে আছেন। হেলেনা গত বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কোয়ারেন্টাইনে ছিলেন।
মহিলা কারাগারের অতিরিক্ত সিনিয়র সুপারিনটেনডেন্ট। আবদুল জলিল জানান, শনিবার সন্ধ্যা ৬.২০ মিনিটে আদালত থেকে একটি ভ্যানে করে পরীমনি কারাগারে পৌঁছান। এর আগে বৃহস্পতিবার তাকে রিমান্ড শুনানির জন্য ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। একই দিন আদালত পরীমনিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিআইডি তাকে একদিন আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে, ১৩ আগস্ট তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছিল।
গত ৪ আগস্ট রাতে বনানীতে পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরদিন বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। জব্দ তালিকায় বলা হয়েছে, কনের বাড়ি থেকে অ্যালকোহল এবং ওষুধ যেমন বরফ এবং এলএসডি উদ্ধার করা হয়েছে।