যে কারনে ভারতের সঙ্গে চুক্তি বাতিল করলো ট্রাম্প !!
এবার ভারতের সঙ্গে এখনই কোনো বাণিজ্যচুক্তি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এদিকে আগামী সপ্তাহে ভারত সফরের ঠিক আগ মুহূর্তে এ কথা জানালেন তিনি। হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, ‘গত বছরের ভারত সফরে তাকে ভালো মতো সমাদর করা হয়নি।’
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি অনেক পছন্দ করেন। ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি করার কথা ছিল তা পরে করার জন্য তিনি সরিয়ে রেখেছেন।’তবে ঠিক কবে সে চুক্তি সম্পাদন হবে তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।