যে জন্য সৌম্য সরকারের বিয়ের কার্ড গ্রহণ করলেন না মাশরাফী !!
আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে অনুশীলন করছে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে টেস্ট স্কোয়াডে না থাকলেও অনুশীলনে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিন হোসেনরা।
আজ বেলা ১২টার দিকে মাঠে হাজির হন জাতীয় দল থেকে আপাতত ছুটিতে থাকা সৌম্য সরকারও। তার সঙ্গে ছিলেন পেসার তাসকিন আহমেদ। প্রিয় অধিনায়ককে নিজের বিয়েতে দাওয়াত দিতে সৌম্য হাতে নিয়ে আসেন বিয়ের কার্ড।
বাংলাদেশের বিদায়ী অধিনায়ককে নিজের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান সৌম্য। ওই সময় মাশরাফী বল হাতে ব্যস্ত থাকায় বিয়ের কার্ড গ্রহণ করতে পারেননি। পরে বিয়ের কার্ড গ্রহণ করেন মাশরাফীর সহকারী। মাশরাফীর পাশাপাশি জাতীয় দলের অন্যান্য সদস্যকেও দাওয়াত করেছেন সৌম্য সরকার।
এদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি সৌম্যের গায়ে হলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন জাতীয় দলের এ ক্রিকেটার। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজা। খুলনায় বসবাস করেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।