যে দিন থেকে থেকে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিলো সৌদি এয়ারলাইন্স !!
আগামীকাল রবিবার থেকে নিয়মিত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। সৌদিগামী প্রবাসী কর্মীদের দাবির মুখে সিডিউল ফ্লাইট চলবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীতে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের সামনে অবস্থানরত সৌদি গমনেচ্ছুদের আশ্বস্ত করেছেন সংস্থাটির ঢাকার ব্যবস্থাপক (সেলস অ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ১৪ থেকে ২১ এপিলে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদের নতুন করে টিকিট রি-ইস্যু করা লাগবে। পরে কোভিড টেস্ট করে গমন করতে হবে। আর যারা টিকিট পাবেন না তাদের টাকা ফেরত দেওয়া হবে।