যে পরিকল্পনায় খালেদার প্যারোল নিয়ে এগোচ্ছে সরকার !!
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল নিয়ে উত্তপ্ত রাজনৈতির মাঠ। হঠাৎ কয়েক দিন ধরে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা প্যারোল ইস্যুতে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। এমন আবস্থায় প্যারোল নিয়ে সরকার একটি সঠিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সূত্র জানায়, গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন দাবি করার পর থেকেই প্যারোলের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়।
যদিও গত কাল মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, প্যারোল নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কোনো কথা হয়নি। এর জবাবে ওবায়দুল কাদের জানিয়েছেন মির্জা ফখরুলের সঙ্গে কথার কল রেকর্ড তার কাছে রয়েছে। জানা গেছে, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তির আগে থেকেই বিএনপি নেতারা তার মুক্তির বিষয় নিয়ে সভা-সমাবেশে বক্তব্য দিয়ে আসছিলেন। দীর্ঘদিন বন্দি অবস্থায় থাকার কারণে কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তার উন্নত চিকিৎসার জন্য যে কোনো মূল্যে মুক্তি চায় বিএনপি ও তার পরিবার।
এ অবস্থায় প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনও খালেদা জিয়ার কোনো সম্মতি বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। তবে, ১১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম ইস্কান্দারসহ তার পরিবারের সদস্যরা। সুচিকিৎসার নিশ্চিতে বিদেশ পাঠানোর জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ চেয়ে ওই দিনই বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) কর্তৃপক্ষকে চিঠি দেন তার ভাই শামীম ইস্কান্দার। খালেদাকে বিদেশে পাঠানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে এটাই প্রথম লিখিত আবেদন। ওই দিনও প্যারোলের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পরিবারের সদস্যরা।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গেল শনিবার এক অনুষ্ঠানে বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে প্যারোলের কোনো আবেদন করা হয়নি। আপনারা দেখছেন, তার পরিবারের বরাত দিয়ে এক ধরনের কথা, আবার দলের পক্ষ থেকে আরেক ধরনের কথা বলা হচ্ছে। একদিকে আন্দোলনের ডাক, অন্যদিকে আমাদের সাধারণ সম্পাদককে ফোনে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার অনুরোধ করে তারা আসলে কী চান, সেটা এখনও স্পষ্ট করতে পারেননি। এর পরের দিন বিএনপির অবস্থান পরিষ্কার করার জন্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও কথা বলেন। রোববার কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন, তাহলে সরকার তার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখবে।
তবে, মঙ্গলবার প্যারোল কেন্দ্রিক রাজনীতি নতুন মোড় নেয়। ওই দিন ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি নাÑ জানতে চাইলে এদিন মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্যারোল নিয়ে কোনো কথা তিনি বলেননি। মির্জা ফখরুলের এ বক্তব্যের জবাবে একই দিন ওবায়দুল কাদের বলেছেন, অসত্য কথা আমি কেন বলব? তিনি (মির্জা ফখরুল) আমাকে অনুরোধ করেছেন। এখন তিনি কী প্রমাণ করতে চান, যে তিনি আমাকে অনুরোধ করেননি? তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দেব।
কারণ টেলিফোনে যে সংলাপ, সেটি তো আর গোপন থাকবে না। এটা বের করা যাবে। ফোনে কথা বললে এটা কী গোপন রাখা যাবে? এটার রেকর্ড আছে না? আমি তাকে ছোট করতে চাই না। প্যারোলের বিষয় নিয়ে বড় দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে জমে উঠেছে রাজনীতি। রাজনীতি সচেতন মহল মনে করছেন বিএনপি তাদের কৌশলে পরিবর্তন এনেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। জামিন বিষয়ে শুনানি হবে আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি)। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করলে তিনি রবিবার দিন নির্ধারণ করেন। সর্বশেষ গেল ডিসেম্বরে আপিল বিভাগে জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর দুই মাসের মাথায় আবারও জামিন আবেদন করেন তার আইনজীবীরা।
আইনজীবী সগীর হোসেন বলেন, আদালতের দপ্তরে খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। দলটির আইনি প্রক্রিয়ায় যাওয়ার কারণে অনেকেই মনে করছেন, প্যারোলের বিষয়টি আবারও কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে।
সূত্রঃ বিডি২৪লাইভ