যে প্রেম কাহিনী কোন বাধা মানেনি !(ভিডিও)
একটি দুর্ঘটনা দাউদের জীবনটা বদলে দেয়, শুধু বদলায়না সানা আর দাউদের প্রেমের সম্পর্ক। পাকিস্তানের লাহোরে যে সামাজিক বাধা আর চাপ উপেক্ষা করে এ দুজন কাছে এসেছেন এমনটা আগে হয়তো দেখেননি!
ডাক্তাররা প্রথম দাউদের হাতের অর্ধেকটা কাটেন, পরে পুরোটা কেটে ফেলেন। বদলে যায় তার চিরচেনা পৃথিবী, শুধু বদলায় না সানা আর দাউদের প্রেমের সম্পর্ক। যে সামাজিক বাধা আর চাপ উপেক্ষা করে দাউদের জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন সানা, তা করা অন্য যে কারো পক্ষেই খুবই কঠিন হতো।
An accident changes David’s life, not just Sana and David’s love affair. You may not have seen these two come to Lahore, Pakistan, ignoring the social barriers and pressures!
The doctors first cut off half of David’s hand, then the whole. His familiar world changes, not only does Sana and David’s love affair change. Ignoring the social barriers and pressures, Sana decided to become David’s life partner, which would have been very difficult for anyone else to do.