যে ভ’য়ে হোলি খেলবেন না মোদী !!
চীনের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে ইতিমধ্যে আ’ক্রান্ত হয়েছে ভারত। মাত্র কয়েক ঘণ্টা আগেই আ’তঙ্কিত না হয়ে দেশবাসীকে নিজের সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই করোনাভাইরাসের কারণে এ বছর হোলির কোনও মিলন উত্সবে যোগ দেবেন না বলে জানিয়েছেন তিনি। বুধবার এক টু্ইটবার্তায় এ কথা জানান তিনি।
নরেন্দ্র মোদি জানিয়েছেন, রোগটি যাতে না-ছড়ায় সে জন্য জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত।দিল্লি ও তেলেঙ্গানার পর বিভিন্ন জায়গা থেকে করোনার উপসর্গের খবর আসা শুরু হয়েছে।
ইতিমধ্যে, ভারতে করোনা ২১ জনের শরীরে ভাইরাসের উপসর্গের সন্ধান মিলেছে। তাদের মধ্যে রয়েছে ভারতে ঘুরতে আসা ইতালির ১৫ পর্যটক করোনায় আ’ক্রান্ত বলে জানিয়েছে এমস।