যে ১০ পেশার মানুষের নাগরিকত্ব দেবে সৌদি !!
সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের লক্ষে বিশ্বের বিভিন্ন দেশের ১০টি পেশায় দক্ষ ব্যক্তিদের নাগরিকত্ব দেবে রিয়াদ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেয়া রাজকীয় আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সৌদি সরকার তেল নির্ভরতা হ্রাস এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জাতীয় উন্নয়নের স্বার্থেই এ উদ্যোগ বলে জানিয়েছে ওই আদেশে।
নাগরিকত্বের ঘোষণা পাওয়া ১০ পেশা:
১. ইসলামিক চিন্তাবিদ।২. নিউক্লিয়ার বিশেষজ্ঞ।৩. নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ।৪. মেডিসিন বিশেষজ্ঞ।৫. কম্পিউটার বিজ্ঞানী।৬. তেল শিল্পের এক্সপার্ট।৭. কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ।৮. স্পোর্টস এবং শিল্পী।৯. পরিবেশবিদ।১০. মহাকাশ গবেষক।
এছাড়াও সৌদি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে পারবে এমন প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদেরও সৌদি নাগরিকত্ব দেয়া হবে বলে ওই আদেশে বলা হয়।