রমজানের শেষ জুমায় মসজিদে আকসায় ৭০ হাজারের বেশি মুসল্লির নামাজ আদায় !!
আজ পবিত্র মাহে রমজানের শেষ জুমা ছিল । বিশ্বময় মহামারি করোনার কারণে অধিকাংশ মুসলমানই স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে আজ জুমার নামাজ আদায় করেন।
নতুন খবর হচ্ছে, ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। শেষ জুমার নামাজে অংশগ্রহণ করতে মুসল্লিদের ঢল দেখা যায়। দখলদার ইসরায়েলি সেনাদের বাধা-বিপত্তি উপেক্ষা করে রমজানের শেষ জুমায় ৭০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, ফিলিস্তিনের ইসলামিক অ্যাফেয়ার্সের ওয়াকফ কাউন্সিল প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, মসজিদে আকসায় আজকের জুমার নামাজে ৭০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।