রাজধানীর ১০৮ স্থানে করোনার হানা, জেনে নিন কোথায় কতজন ??
গতকাল পর্যন্ত করোনা ভা’ইরাসে নতুন করে ১৫ জন মৃ’ত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মোট মৃ’ত্যের সংখ্যা দাঁড়াল ৭৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৬ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৮৩৮। করোনায় একদিনে মৃত্যু ও আ’ক্রান্তের সংখ্যা এটি সর্বোচ্চ। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটায় অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে আ’ক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক ঢাকায়। ঢাকা মহানগরীতে ৭৪০ জন আ’ক্রান্ত হয়েছে। চলুন এক নজরে দেখে নেই ঢাকার আ’ক্রান্ত এলাকা ও এর সংখ্যা:
০১. মিরপুর এলাকা ৫০ জন। ০২. ওয়ারী ২৭ জন। ০৩. মোহাম্মদপুর ২৬ জন।০৪. যাত্রাবাড়ী ২৫ জন। ০৫. লালবাগ ২১ জন। ০৬. উত্তরা ২০ জন। ০৭. টোলারবাগ ১৯ জন। ০৮. ধানমন্ডি ১৮ জন। ০৯. বাসাবো ১৭ জন। ১০. মিটফোর্ড ১৭ জন। ১১. তেজগাঁও ১৬ জন। ১২. হাজারীবাগ ১৫ জন। ১৩. বংশাল ১৫ জন। ১৪. গেন্ডারিয়া ১৪ জন। ১৫. গুলশান ১৩ জন।
১৬. রাজারবাগ ১৩ জন। ১৭. মহাখালী ১২ জন। ১৮. বাবু বাজার ১১ জন। ১৯. মগবাজার ১১ জন। ২০. আজিমপুর ১১ জন। ২১. গ্রিন রোড ১০ জন। ২২. চকবাজার ১০ জন। ২৩. সুত্রাপুর ৯ জন। ২৪. বাড্ডা ৮ জন। ২৫. বনানী ৮ জন। ২৬. শান্তিনগর ৭ জন। ২৭. শাঁখারীবাজার ৭ জন। ২৮. শাহবাগ ৬ জন। ২৯. ইস্কাটন ৬ জন। ৩০. চানখারপুল ৬ জন।
৩১. আদাবর ৫ জন। ৩২. জিগাতলা ৫ জন। ৩৩. বসুন্ধরা আবাসিক এলাকা ৫ জন। ৩৪. নাখালপাড়া ৫ জন। ৩৫. রমনা ৫ জন। ৩৬. লক্ষ্মীবাজার ৪ জন। ৩৭. কোতয়ালী ৪ জন। ৩৮. রামপুরা ৪ জন। ৩৯. মালিবাগ ৪ জন। ৪০. কামরাঙ্গীরচর ৪ জন। ৪১. শ্যামলী ৪ জন। ৪২. নারিন্দা ৩ জন। ৪৩. সোয়ারীঘাট ৩ জন। ৪৪. বেইলী রোড ৩ জন। ৪৫. কাজীপাড়া ৩ জন।
৪৬. হাতিরপুল ৩ জন। ৪৭. মুগদা ৩ জন। ৪৮. গুলিস্তান ৩ জন। ৪৯. সিদ্ধেশ্বরী ৩ জন। ৫০. জুরাইন ৩ জন। ৫১. গোপীবাগ ৩ জন। ৫২. ইসলামপুর ২ জন। ৫৩. পুরানা পল্টন ২ জন। ৫৪. শাহ আলীবাগ ২ জন। ৫৫. পীরেরবাগ ২ জন। ৫৬. আগারগাঁও ২ জন। ৫৭. কদমতলী ২ জন। ৫৮. জেলগেট ২ জন। ৫৯. সবুজবাগ ২ জন। ৬০. ডেমরা ২ জন। ৬১. নবাবগঞ্জ ২ জন। ৬২. বসিলা ১ জন। ৬৩. সেন্ট্রাল রোড ১ জন। ৬৪. বুয়েট এলাকা ১ জন। ৬৫. উর্দু রোড ১ জন। ৬৬. শাজাহানপুর ১ জন। ৬৭. নিকুঞ্জ ১ জন। ৬৮. আশকোনা ১ জন। ৬৯. দয়াগঞ্জ ১ জন। ৭০. ধোলাইখাল ১ জন।
৭১. শনির আখড়া ১ জন। ৭২. হাতিরঝিল ১ জন। ৭৩. মানিকদী ১ জন। ৭৪. বেড়িবাঁধ ১ জন। ৭৫. বেগুনবাড়ী ১ জন। ৭৬. ঢাকেশ্বরী ১ জন। ৭৭. সায়েদাবাদ ১ জন। ৭৮. ফার্মগেট ১ জন। ৭৯. নবাবপুর ১ জন। ৮০. রায়ের বাজার ১ জন। ৮১. আরমানিটোলা ১ জন। ৮২. বানিয়ানগর ১ জন। ৮৩. খিলগাঁও ১ জন। ৮৪. কুড়িল ১ জন। ৮৫. মতিঝিল ১ জন। ৮৬. শান্তিবাগ ১ জন। ৮৭. শ্যামপুর ১ জন। ৮৮. ভাটারা ১ জন। ৮৯. কল্যাণপুর ১ জন। ৯০. মাতুয়াইল ১ জন।
৯১. রায়েরবাগ ১ জন। ৯২. বেগমবাজার ১ জন। ৯৩. বকশীবাজার ১ জন। ৯৪. তেজতুরী বাজার ১ জন। ৯৫. ফরিদাবাগ ১ জন। ৯৬. কারওয়ান বাজার ১ জন। ৯৭. কচুক্ষেত ১ জন। ৯৮. সায়েন্সল্যাব ১ জন। ৯৯. শেওড়াপাড়া ১ জন। ১০০. শেখের টেক ১ জন। ১০১. ক্যান্টনমেন্ট ১ জন। ১০২. গোড়ান ১ জন। ১০৩. খিলক্ষেত ১ জন। ১০৪. কলতা বাজার ১ জন। ১০৫. মালিটোলা ১ জন। ১০৬. মোহনপুর ১ জন। ১০৭. সদরঘাট ১ জন। এবং ১০৮. পুরান ঢাকার ওয়ারী ২৭ জন।