রাজনৈতিক ফায়দা লুটতে নুর অপপ্রচার চালাচ্ছেন: ডাকসু এজিএস !!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর, রাজনৈতিক ফায়দা লুটতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস সাদ্দাম হোসেন।
আজ ২৩ ডিসেম্বর সোমবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় সাদ্দাম বলেন, গতকালের ঘটনা মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নুরের সংঘর্ষ। এখানে ছাত্রলীগ জড়িত নয়।’
এ সময় গণমাধ্যমে বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা লুটের জন্য ডাকসু ভিপি ছাত্রলীগকে এ ঘটনায় জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।’
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও দাবি করেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।
এর আগে গতকাল রবিবার দুপুর পৌনে ১টায় ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ যৌথ হামলা চালায়। প্রায় আধঘণ্টা চলে মারপিট। এতে ভিপি নুরসহ আহত হন অন্তত ১৫ জন।
এই হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সুত্রঃ বিডি২৪রিপোর্ট