রাস্তার পাশে নবজাতক মেয়ে শিশুটি গড়াগড়ি খাচ্ছিল!
বাড়ির পাশের গ্রামের মেঠোপথের উপর হঠাৎ একটা নবজাতকের কান্নার শব্দ আসছে। রাতে চারপাশে অন্ধকার। আওয়াজ শুনে লাভলু মিয়া ও তার স্ত্রী বসনা আক্তার একটু ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।
মোবাইল ফোনের আবছা আলোয় অবশেষে দেখলাম কিউট নবজাতক (মেয়ে)। শিশুটি মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, কোন কাপড় ছিল না। শরীরে রক্তের দাগ, শিশুর নাভি তখনও পড়েনি। সেই মুহুর্তে লাভলুর স্ত্রী বাসনা আক্তার তাকে কোলে তুলে নেন। তিনি গরুর দুধ একটি কাপড়ে মুড়িয়ে বাড়িতে নিয়ে যান। সে সারা রাত কাটিয়ে দিলো তার মাকে পরম স্নেহে।
রাতে স্থানীয়রা শিশুটির নামও রাখে বিলকিচ। সারারাত বিষয়টি এলাকায় গুঞ্জন থাকলেও হাদিস তার বাবা -মায়ের সাথে মেলেনি। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানি গ্রামে।
পরে স্থানীয় ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা এবং বালিয়াখোড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য নাসিমা আক্তার মল্লিকা বিষয়টি প্রশাসনকে জানান। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াদিয়া শাবাব, পরিদর্শক (ওসি) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ওসি (তদন্ত) মহব্বত খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান এবং এসআই আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা লাভলুর বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করেন। তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘিওর থানার ওসি মো রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, গতকাল (সোমবার) রাত ১১ টার দিকে স্থানীয় গ্রামবাসী শিশুটিকে উদ্ধার করে। আজ সকালে শিশুটিকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘিওর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রাখা হয়েছে। তিনি বলেন, শিশুটির বাবা -মাকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে। ওসি রিয়াজ জানান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির দেখভাল করছেন।