রাস্তায় বান্ডিল বান্ডিল টাকা পেয়েও মালিককে খুঁজছিল শিশু !!
মানুষ মানুষের জন্যে। জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি। মানুষ পেতে পারে না; ও বন্ধু। গানের এই কথাগুলি বাস্তবে কবে রুপ নিবে সেই আশায় বসে আছে হাজারো গরিব মানুষ। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, রিশাল নগরীর ভাটিখানা এলাকায় খেলতে গিয়ে রাস্তায় কয়েক লাখ টাকার বান্ডিল কুড়িয়ে পেয়েছে সজিব হালদার (১০) নামের এক শিশু।বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ভাটিখানা আফগারি দফতর সংলগ্ন রাস্তায় ওই টাকা কুড়িয়ে পায় সে।