রূপকথাকেও হার মানাবে কনস্টেবল বাহাউদ্দিনের করোনাযু’দ্ধ !!
করোনার বিষাক্ত ছোবলে দিশেহারা-বিপর্যস্ত মানুষ যখন অসুস্থ স্বজনের কাছ থেকেও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছেন, ঠিক সেই মুহূর্তে এক অকুতোভয় পুলিশ সদস্য নিজের জীবনের মায়া তুচ্ছ করে সহকর্মীদের সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। মানবপ্রেমী এ পুলিশ সদস্যের নাম মো. বাহাউদ্দিন।
এ পর্যন্ত প্রায় ৮০ জন করোনা রোগীকে নিজের হাতে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে ভর্তি করেছেন ভয়কে জয় করা মানবপ্রেমী এ পুলিশ সদস্য। ভা’ইরাসজনিত কারণে বেশি দুর্বল হয়ে পড়া পুলিশ সদস্যদের তিনি নিজের কাঁধে তুলে নামিয়েছেন বহুতল ভবন থেকে, এরপর অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে গেছেন।
করোনা আ’ক্রান্ত পুলিশের সেবায় নিজের আত্মনিয়োগের কারণ ব্যাখ্যা করলেন পুলিশ কনস্টেবল মো. বাহাউদ্দিন।তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আমিও দেশের ডাকে যুদ্ধে ঝাপিয়ে পড়েছি।বাহাউদ্দিন জানান, তিনি যথারীতি স্বাস্থ্যবিধি মেনে, পিপিই ও মাস্ক পরিধান করেই আ’ক্রান্তদের সেবা করে যাচ্ছেন।
করোনা রোগীর সংস্পর্শে যাওয়ার তার নিজের শারীরিক পরিস্থিতি জানতে চাইলে স্বস্তি ফুটে ওঠে ২০১৫ সালে কনস্টবল পদে যোগদান করা বাহাউদ্দিনের চোখেমুখে। জানালেন তিনি টেস্ট করেছেন। তার করোনা নেগেটিভ এসেছে।বাহাউদ্দিন আরও বলেন, মানবসেবা শ্রেষ্ঠতম কাজ। পুলিশ সদস্যদের সেবায় মারা গেলে আমি শহীদের মর্যাদা পাব।