রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি ??
প্রশ্ন : আমরা রোজা রেখে অনেক সময় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। যেহেতু টুথপেস্ট মিষ্টিজাতীয়, এতে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে কি না।
উত্তর : না, এতে সিয়ামের ক্ষতি হবে না। টুথপেস্ট ব্যবহার করলে এটা মাকরুহ হবে কি না, একদল ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, মাকরুহ হবে না। কিছু ওলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুহ হবে, যেহেতু এর ভেতর স্বাদ আছে।
এ স্বাদ জিহ্বায় লাগলে অবশ্যই অনুধাবন করা যায়। এ কারণে এটাকে মাকরুহ বলেছেন। কেউ যদি সেহরি করার পরে ব্রাশ করে নেন, তাহলে আর রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করার প্রয়োজন নেই, শুধু নরমাল ব্রাশ করে নিলেই হবে।
সূত্র- এনটিভি