রোহিঙ্গাদের মুসলিম দেশে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার পরামর্শ অর্থমন্ত্রীর !!
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মুসলিম দেশগুলোতে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির উপ-রাষ্ট্রপতি ফুয়াদ ওকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থমন্ত্রী এমন পরামর্শ দেন।
এদিকে অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘পৃথিববীর অন্যতম প্রধান জনবসতিপূর্ণ একটি ছোট দেশ বাংলাদেশ। এখানে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত বড় হুমকি যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি ও অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে।’
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবসনের কোনো বিকল্প নেই।’ এ সময় তিনি সমস্যা সমাধানে তুরস্কের সহায়তা কামনা করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সমস্যাটি সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পাশাপশি বিতাড়িত এই অসহায় মানুষগুলো যেহেতু মুসলমান তাই বিশেষ করে মুসলিম দেশগুলো ভাগাভাগি করে তাদেরকে আশ্রয় প্রদান করলে সমস্যা অনেকটাই সমাধান হতে পারে।’
এ সময় তুরস্কের উপ-রাষ্ট্রপতি এ বিষয়ে আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পাশাপাশি রোহিঙ্গাদের ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানান।