লকডাউনের পর শপিংমল খুলে আঁতকে উঠলেন মালিক (ছবিসহ)
করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে । প্রায় সারা পৃথিবী জুড়েই এখন চলছে লকডাউন । আর এর ফলে বন্ধ দোকানপাট, কল কারখানা, শপিং মল-সবকিছুই ।
আমাদের দেশেও প্রায় দু’মাস ধরে বন্ধ সমস্ত দোকানপাট । গ্রিন জোনগুলিতে পাড়ার ছোট কিছু স্ট্যান্ড অ্যালোন দোকান খোলার অনুমতি মিললেও শপিং মল খোলার কোনও ছাড়পত্র মেলেনি এখনও পর্যন্ত ।
ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মলগুলির অবস্থা শোচনী । একদিকে ব্যবসা লাটে উঠছে । অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে মলের ভিতরে থাকা জিনিসপত্রও ।
যেমন দেখা গেল মালয়েশিয়ার এই মলে । ৫০ দিন পর যখন শপিং মলটি খুলল তখন তার ভিতরের অবস্থা দেখে চমকে ওঠার মতো ।
চামড়ার সামগ্রী বিক্রি হত এই শপিং মেল । কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে জলীয়বাষ্প জমে ছাতা পড়ে গিয়েছে সমস্ত নতুন সামগ্রীর উপরেই ।