লকডাউন না মেনে দিব্বি ঘুরছে-ফিরছে রাজধানীবাসী !!
অজানা আ’তঙ্ক আর অদৃশ্য ভা’ইরাসের কাছে পরাজিত গোটা বিশ্ব। তবে জাদুর শহরের বাজার আর পথে-প্রান্তরে মানুষ যেন তাতে থোডাই কেয়ার করছেন। লকডাউন ভেঙে দিব্বি ঘুরছেন-ফিরছেন। সরকার থেকে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হলেও চিত্র বদলায়নি তেমন একটা।
করোনা সতর্কতায় পুরো বিশ্ব যেদিকে হাঁটছে তার উল্টো দিকে হাঁটছে রাজধানীবাসী। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতার কথা বলা হলেও থোরাই কেয়ার করছে সাধারণ মানুষ।বেশিরভাগ বাজারেই শারীরিক দূরত্বের বিষয়টি থেকে যাচ্ছে শুধু খাতাকলমেই। নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে, পণ্য কেনার নির্দেশের তোয়াক্কাও করছেন না, ক্রেতা-বিক্রেতারা।
সড়কেও বেড়েছে যানচলাচল। ঢাকামুখী মানুষের চাপ দেখা যায় আব্দুল্লাপুরে। অপ্রয়োজনে যারা ঘোরাফেরা করছেন তাদের অনেককেই করা হচ্ছে জরিমানা। এদিকে সাধারণ মানুষকে প্রয়োজনীয় কাজ সেরে, দ্রুত ঘরে ফেরার অনুরোধ করেছে সেনাবাহিনী।