লকডাউন শিথিলের পরই স্পেনে আরও ৫৬৭ জনের মৃ’ত্যু !!
করোনা ভা’ইরাসে মৃ’ত্যু কমে এলেও গত তিনদিন ধরে স্পেনে ক্রমান্বয়ে তা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভা’ইরাসে আ’ক্রান্ত আরও ৫৬৭ জনের মৃ’ত্যু হয়েছে। মঙ্গলবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, স্পেনে সোমবার ৫১৭ জনের প্রাণহানি ঘটলেও মঙ্গলবার তা বেড়েছে। গত তিন সপ্তাহের মধ্যে করোনায় মৃত্যু সর্বনিম্নে নেমে এলেও তিনদিন ধরে তা সামান্য পরিমাণে বাড়ছে। মঙ্গলবার নতুন করে ৫৬৭ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৫৬।
তবে দেশটিতে করোনার মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ২৯৯ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে। এছাড়া নতুন করে সুস্থ হওয়ার সংখ্যাও কমেছে। এ নিয়ে স্পেনে করোনায় আ’ক্রান্তের ১ লাখ ৭২ হাজার ৫৪১ জনে দাঁড়িয়েছে।