লাইফ সাপোর্টে সাবেক সংসদ সদস্য !!
এক সময় দেশের রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি গুরুতর অসুস্থ। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
জানা যায়, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত বাপ্পিকে গতকাল শনিবার হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়। তার অবস্থায় অবনতি হলে আজ রবিবার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মূলত শ্বাসকষ্টের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে যুব মহিলা লীগ নেতা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।এদিকে বাপ্পির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। তার রোগমুক্তিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।