লাখ টাকার জুতা চুরি হয়েছে মসজিদ থেকে, হন্যে হয়ে খুঁজছে পুলিশ !!
মসজিদ থেকে জুতা চুরির ঘটনা হরহামেশাই শোনা যায়। তবে লাখ টাকা মূল্যের জুতা চুরির ঘটনা শুনে অবাকই হতে হয়। জুতা হারিয়ে তাই থানায় দেওয়া হয়েছে অভিযোগ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে চোরকে।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের খবরে বলা হয়, দেশটির লাহোরে গত ১৭ নভেম্বর এ ঘটনা ঘটেছে। সিরাজ বশির নামে এক আইন পড়ুয়া ছাত্রের জুতা চুরির পর থানায় অভিযোগ করলে আজ বুধবার তা মামলা হিসেবে গৃহীত হয়।
অভিযোগে সিরাজ বশির লিখেছেন, তিনি স্যার গঙ্গা রাম হাসপাতালের কাছে একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে তিনি দেখেন তার জুতা চুরি হয়ে গেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্র্যান্ড ‘প্রদা’র এ জুতা জোড়া তিনি বিদেশ থেকে কিনে এনেছেন যার মূল্য এক লাখ পাকিস্তানি রুপি।
পুলিশ এখনো চোরকে খুঁজে বের করতে পারেনি। থানার আবাসিক কর্মকর্তা (এসএইচও) ছুটিতে থাকায় মামলা হতে দেরি হয় এবং তদন্তেও দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন সিরাজ বশির।