লাঞ্ছনার শিকার ডাকসু ভিপি নুরুল হক নুর !!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় তিনি হলটির প্রাধ্যক্ষ বরাবর একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে নুর উল্লেখ করেন, মঙ্গলবার দুপুরে বিজয় একাত্তরের গণরুমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গেলে মে-৩০০২ ক রুমে পালি ও বুদ্ধিস্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাদিকসহ বেশ কয়েকজন ধাক্কাধাক্কি ও গালাগাল করে। একপর্যায়ে আমার হাত ধরে টানাটানি করে।