লাদাখের পর এবার কাশ্মীরে গো’লাগু’লি – নিহত ৩ !!
জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।শহরটিতে চলতি মাসে এটি দ্বিতীয় ঘটনা বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, ২০ রমজান দুই সীমান্তরক্ষীকে হ’ত্যায় বন্দুকযুদ্ধে নিহতরা জড়িত ছিলেন।
খবরে বলা হয়, এদিন সকালে শ্রীনগরের জাদিবল ও জুনিমার পজওয়ালপোরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। পুলিশ বলছে, নিরাপত্তারক্ষীরা ওই জঙ্গিদের বাবা-মাকে ডেকে আনেন। তাদের আত্মসমর্পণ করার প্রস্তাব দিলেও তারা তা ফিরিয়ে দেন।
বিজয় কুমারের দাবি, আমাদের নিজস্ব সূত্রে ওই জঙ্গিদের পরিচয় জানতে পারি। পরে তাদের বাবা-মাকে ডেকে পাঠাই। তারা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু তাতে তারা নরম হয়নি। উল্টে তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গু’লি চালায় দু’পক্ষের মধ্যে গু’লি বিনিময় শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াইয়ের পর যৌথবাহিনীর গু’লিতে মৃত্যু হয় তিনজনের।