‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ মুছে দিল চীন সরকার !!
আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই। এটি ইসলামের চূড়ান্ত কালেমা, মানবজীবনের পরম বাক্য। ইসলামের এই কালিমা মুছে দিয়েছে চীন সরকার।
জানা যায়, চীনের সিন কিয়াং প্রদেশের ঈদগাহ জামে মসজিদের প্রধান ফটকের উপর লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যদ্বয় মুছে দিয়েছে চীনা সরকার।
এদিকে, বিভিন্ন দেশের টুইটার ইউজাররা এ সংবাদ এবং মসজিদের দরজা থেকে শাহাদাতাইন মুছে দেয়ার ছবি রিটুইট করে চীন সরকারের এহেন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একে ইসলাম ধর্মের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে।
প্রসঙ্গত, চীনের জাতিগত উইঘুর মুসলমানদের বেশিরভাগ সেদেশের জিনজিয়াং প্রদেশে বসবাস করেন। প্রদেশের শতকরা প্রায় ৪৫ ভাগ জনগোষ্ঠী উইঘুর সম্প্রদায়ের। চীন সরকার দেশটির ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রেখেছে।