শরীয়তপুরে সংস্পর্শে এসে ছয়জনের করোনা পজিটিভ !!
শরীয়তপুরে তিন নারীসহ নতুন করে আরও ছয়জনের করোনাভা’ইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ২টায় জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।
তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও ছয়জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে শরীয়তপুর সদর পৌরসভা একজন ও চন্দ্রপুর ইউনিয়নে একজন, ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে দুইজন, নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নে একজন এবং জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে একজন। এ নিয়ে জেলায় করোনা আ’ক্রান্তের সংখ্যা ২৯ জন।
ডা. মো. আবদুর রশিদ বলেন, জেলায় আ’ক্রান্ত ২৯ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি ২৭ জনের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য ২৬ জনের মধ্যে সংক্রমণ প্রতিরোধে দুইজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ও বাকিদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত জেলায় ৬৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৪৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে পজিটিভ ২৯ আর নেগেটিভ ৪০০ ও পুরাতন একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও বলেন, নতুন করে পাওয়া ছয়জন করোনায় আ’ক্রান্তদের সংস্পর্শে এসেছেন। তারা কোথায় কোথায় গেছেন দ্রুত খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের থেকে আ’ক্রান্ত হতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের পরিবারসহ আশপাশের বেশ কয়েকটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন। আ’ক্রান্ত পরিবারকে আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।
গত ৪ এপ্রিল করোনায় আ’ক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আ’ক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান।