শামীম ওসমানের অনুরোধে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে করোনার নমুনা সংগ্রহ !!
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমানের অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে নারায়ণগঞ্জে করোনাভা’ইরাসে আ’ক্রান্তদের নমুনা সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে।
সোমবার সম্পূর্ণ বিনামূল্যে সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ হাইস্কুল এবং সিদ্ধিরগঞ্জ এমডব্লিও স্কুল এন্ড কলেজে এই নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হবে।রবিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন শামীম ওসমান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে সোমবার সকাল ১০ থেকে জেকেজি হেলথ কেয়ার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে এই নমুনা সংগ্রহের দ্বায়িত্ব দিয়েছেন।