শাহাদাতের ঘটনায় বড় ধরণের শাস্তি পেতে যাচ্ছেন সানি-শহীদও !!
খেলার মাঠেই জুনিয়র সানির সাথে ঝামেলায় জড়িয়ে যান পেসার শাহাদাত হোসেন। খেলার মাঠেই তিনি মারা শুরু করেন জুনিয়র ক্রিকেটার সানিকে। এরপরেই এই নিয়ে শুরু হয়ে যায় আলোচনার।
এরপরে শাহাদাত ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেও সানি এবং শহীদের ব্যাপারেও আসলো শাস্তি। সে ঘটনায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শাহাদাত হোসেন, সেই ঘটনায় নিজেদের ভূমিকার জন্য ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মোহাম্মদ শহীদ ও আরাফাত সানি জুনিয়রকে।
আপাতত দুজনের খেলা চালিয়ে যেতে বাধা নেই।তবে ১ বছরের মধ্যে কোনো ধরনের বিতর্কে আবার জড়ালে তখন থেকেই কার্যকর হবে নিষেধাজ্ঞা।