শিগগিরই ভিন্নধর্মী প্রচারণায় আমাকে দেখতে পাবেন – ফেরদৌস !!
বর্তমান সময়ে যে কয়জন অভিনেতা ভিন্নধর্মী অভিনয়ের মাধ্যমে সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে ফেরদৌস অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেতা।
জানা গেছে, ইউরোপের মার্কেটে প্রতিষ্ঠিত দেশিয় পোশাক তৈরি এই প্রতিষ্ঠান ‘প্রভিডেন্স’ এর পণ্যের প্রচারে ভিডিও মাধ্যমে মডেল হলেন ফেরদৌস। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।
এ বিষয়ে ফেরদৌস বলেন, আমার কর্মজীবনে এ রকম কোনো কাজ আগে করিনি। আশা করছি শিগগিরই ভিন্নধর্মী প্রচারণায় আমাকে দেখতে পাবেন সবাই।