শীত থেকে বাঁচতে খাটের নিচে খড়কুটা জ্বালিয়ে ঘুম, এরপর যা ঘটলো…
সারাদেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে শীতের তীব্রতা। আর সেই শীত নিবারণ করতে রাতে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় ঘরের খাটের নিচে খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন রজিমা (৭০)। এর পরই মশারিতে আগুন লেগে ঘুমন্ত ওই বৃদ্ধার মৃত্যু হয়।
জানা যায়, আগামীকাল ২৫ ডিসেম্বর বুধবার রাত ৯টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রজিমা একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ রায় বলেন, ‘শীত নিবারণের জন্য শয়নঘরের বিছানার নিচে রাখা আগুন মশারিতে লেগে বিছানাসহ ছড়িয়ে পড়লে বিছানায় থাকা ওই বৃদ্ধা পুড়ে মারা যায়।’
জানা যায়, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের দাফনের জন্য বৃদ্ধার পরিবারকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে।